
সাভার প্রতিনিধি:
সাভারে দেশেরপত্র পত্রিকার নারী বিক্রয় প্রতিনিধিদের উপর হামলা করেছে একদল উগ্র সন্ত্রাসীগোষ্ঠী। এঘটনায় ৩ জন নারী কর্মী আহত হয়েছেন। তাদেরকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে সাভার নামাবাজার কাঠপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। এ ব্যাপারে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
হামলায় আহত নারী বিক্রয় প্রতিনিধিরা হলেন- খাদিজা খাতুন (৩৩), স্বামী-সোহেল তালুকদার, সাং- দক্ষিণ বক্তারপুর, থানা- সাভার, জেলা- ঢাকা, রেহেনা বেগম (৮৫), স্বামী- জাহিদুল হক, সাং-বক্তারপুর, থানা-সাভার, জেলা- ঢাকা ও সেলিনা আক্তার (৩০), স্বামী- মো. আসাদ মিয়া, সাং- বক্তারপুর, থানা- সাভার, জেলা-ঢাকা।
আক্রমণকারী মামলার আসামিরা হলেন- মো. কাউসার (৪৫) ও মো. রুবেল (৩৭), উভয় পিতা- মৃত নজরুল ইসলাম, সাং- কাঠপট্টি, থানা- সাভার, জেলা- ঢাকা, মো. বিপ্লব (৪০), পিতা- মৃত গোলাম রহমান, সাং- সাভার মধ্যপাড়া, থানা- সাভার, জেলা- ঢাকাসহ অজ্ঞাতনামা আরো ৩-৪ জন।
দায়েরকৃত এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাভার পৌরসভার ৪ নং ওয়ার্ডের নামাবাজার কাঠপট্টি এলাকায় বেলা পৌনে বারোটার দিকে পত্রিকা বিক্রি করছিলেন খাদিজা খাতুন, রেহানা বেগম ও সেলিনা আক্তার। এসময় কাউসার, রুবেল ও বিপ্লবসহ অন্যান্য বিবাদীরা তাদের পথরোধ করে এবং উক্ত এলাকায় এ পত্রিকা বিক্রয় করা যাবে না বলে জানায়। বিক্রয় প্রতিনিধিরা কারণ জানতে চাইলে তাদের উপর চড়াও হয় বিবাদীরা। একপর্যায়ে তারা তাদের হাত থেকে পত্রিকা ছিনিয়ে নিয়ে ছিঁড়ে ফেলে। প্রায় ১৫০০ টাকার পত্রিকা ছিঁড়ে বিনষ্ট করে বিবাদীরা। এরপর অত্র এলাকায় পত্রিকা বিক্রি করতে এলে পা কেটে ফেলবে বলে হুমকি দেয়। এ ঘটনার প্রতিবাদ করলে বিবাদী কাউসার খাদিজা খাতুনের মুখে ঘুষি মারে। এতে সে রক্তাক্ত জখম হয়। বিবাদী রুবেল তার জামা-কাপড় ধরে টানা-হেঁচড়া করে শ্লীলতাহানি করে। এসময় অপর দুই বিক্রয় প্রতিনিধি বিবাদীদের নিবৃত করার চেষ্টা করলে বিপ্লবসহ অন্য বিবাদীরা তাদের এলাপাতাড়ি চড়-থাপ্পর মারে। অত্র এলাকায় আর দেখা গেলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় সন্ত্রাসীরা। একটা পর্যায়ে হামলার শিকার নারী কর্মীরা চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বিবাদীরা সটকে পড়ে।
দেশেরপত্রের স্থানীয় প্রতিনিধি দাউদুল ইসলাম নয়ন বলেন, হামলাকারীরা জামাতপন্থী। এই পত্রিকাটিতে ধর্মের নামে অপরাজনীতি, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সচেতনতামূলক প্রবন্ধ লেখা হয়ে থাকে। এতে তাদের আঁতে ঘা লাগে। তারা পূর্বপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। এঘটনায় সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার ওসি অপারেশন নয়ন কারকোন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।