
দাউদুল ইসলাম নয়ন:
সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের গোরাড় এলাকায় এক হাজার বাসা-বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার আশুলিয়া জোনাল তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
আজ (বুধবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে এক হাজারেরও বেশি বাসা-বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে জ্বালানি বিভাগের সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়ের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় দুই বাড়ির মালিককে অবৈধ সংযোগ ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
সাভার আশুলিয়া জোনাল তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রকৌশলী আবু ছালেহ মো. খাদেম উদ্দিন বলেন, “আমাদের বিপণন অফিসের আওতাধীন এলাকায় যতদিন অবৈধ গ্যাস সংযোগ থাকবে, ততদিন আমাদের অভিযান অব্যাহত থাকবে। বিভিন্ন দুষ্কৃতিকারী অবৈধ সংযোগ দিয়ে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্য পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “আশুলিয়ায় ইঁদুর-বিড়াল খেলার মতো গ্যাস সংযোগ বিচ্ছিন্নের এই অভিযান চলছে। কিছু এলাকায় ১০ বারের বেশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে, কিন্তু দুষ্কৃতিকারীরা বারবার নতুন করে সংযোগ দিয়ে যাচ্ছে। বৈধ ব্যবহারকারীরাও অনেক সময় অবৈধভাবে অতিরিক্ত চুলা ব্যবহার করছেন। গ্যাস কর্তৃপক্ষ বিষয়টি নজরে না নেওয়ায় সরকার কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।”
তিনি আরও উল্লেখ করেন, “নিম্নমানের প্লাস্টিকের পাইপ ও অপরিকল্পিত সংযোগের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। ইতোমধ্যেই অনেক এলাকায় এমন অবৈধ সংযোগের কারণে প্রাণহানির ঘটনাও ঘটেছে। উচ্চচাপ বিশিষ্ট গ্যাস লাইন থেকে প্লাস্টিকের পাইপ দিয়ে সংযোগ নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যদি জনগণ সচেতন না হয়, তবে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। অভিযানে যেসব বাড়ির মালিকের নাম-ঠিকানা পাওয়া গেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”