
বাউফল প্রতিনিধি, পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারে টিআর কাবিখার সরকারি চাল কিনে গোপনে সরকারি বস্তা থেকে নুরজাহান নামক বস্তায় চালগুলো ভরে বস্তা করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন পিতা-পুত্র মোতাহার ও আউয়াল নামে দুজন। পরে উপজেলা প্রশাসন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কালাইয়া বাজার গরুহাট সংলগ্ন নুরু মসজিদের সামনের দোকান গোডাউনে এ ঘটনা ঘটে। পিতা মোতাহার হাওলাদার (৬০) ও ছেলে আউয়াল হাওলাদার (৩০)। তারা বগা ইউনিয়নের বানাজোরা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ওই বাপ ছেলে মিলে বিভিন্ন চেয়ারম্যান ও মেম্বারদের কাছ থেকে টিআর কাবিখার সরকারি চালসহ বিভিন্নভাবে সরকারি চাল কিনে তা নুরজাহান বস্তায় প্যাকেটজাত করে বিক্রি করাই তাদের পেশা।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি বায়েজিদুর রহমান বলেন, আমরা খবর পেয়ে থানা পুলিশের সহায়তায় দ্রুত এসে দেখতে পাই টিআর কাবিখার চাল কিনে তা নুরজাহান নামক বস্তায় ভরা অবস্থায় পাওয়া যায় এবং তা অভিযুক্ত মোতাহার ও তার ছেলে আউয়াল স্বীকার পূর্বক কাগজপত্র দেখালে নুরজাহান বস্তা করার অপরাধে তাকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নগদ ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।