
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় বর্তমান সরকারের উন্নয়নের বার্তা পৌছে দিয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোঃ ছাব্বির হোসেন। শুক্রবার (৬ অক্টোবর) দুপুরের পর থেকে সন্ধা পর্যন্ত উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন আসন্ন দ্বদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসেনর আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী তরুন এই আওয়ামীলীগ নেতা। এসময় স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকারের উন্নয়নের বার্তা পৌছে দিয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ কালে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মোঃ ছাব্বির হোসেন বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন, মা মাটি মানুষের নেত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। বাংলাদেশর উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নাই। আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু ও আওয়ামীলীগের বাইরে আলোচনা করতে পারি না। তরুণদের প্রথম ভোট নৌকা মার্কায় হোক।
তিনি আরও বলেন, ফরিদপুরের মাটি জননেত্রী শেখ হাসিনার ঘাটি, গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার দুই নয়ন বাংলাদেশের উন্নয়ন। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নের যে রুপরেখা তৈরী করেছেন সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও বাস্তবায়ন করতে ফরিদপুর-২ আসনের সর্বস্তরের জনগণণের সেবা করে যেতে চাই। একজন নিবেদিত প্রাণ আওয়ামীলীগ কর্মী হিসেবে আমার প্রাণের সংগঠন আওয়ামীলীগ থেকে ফরিদপুর-২ আসনে আমি মনোনয়ন প্রত্যাশী। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।