Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

July 21, 2022 05:41:45 AM  
সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

নবীগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের নবীগঞ্জে চলমান সরকারি নির্দেশনা অনুযায়ী রাত আটটার মধ্যে দোকানপাট বন্ধে অভিযান চালিয়েছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন।

মঙ্গলবার রাত ৮ ঘটিকা হইতে দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুইটি ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন হাটবাজারে এই অভিযান পরিচালনা করেন।

উপজেলার ইনাতগঞ্জ, কাজিরবাজার, বান্দের বাজারে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রতিটিকে এক হাজার টাকা করে সাত হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। এসময় এস আই লোকেশ চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।

অপরদিকে রাত ৮টা হতে ১১ টা পর্যন্ত আরেকটি টিম নবীগঞ্জ বাজার, আউশকান্দি বাজার, দেবপাড়া বাজার,ও আনগাওঁ রশিদ ফিলিং স্টেশনের পাশে তিনটি রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে, সাতটি  মামলায় এগার হাজার টাকা অর্থ দন্ড করা হয় এবং বারংবার নির্দেশ বিশেষভাবে অমান্য করায় কিছু বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন, প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানা পুলিশের চৌকস সদস্যবৃন্দ। সাথে ছিলেন কয়েকজন গণমাধ্যম কর্মী এবং বিদ্যুৎ সংশ্লিষ্ট বিষয়ে সহায়তা করেন পল্লী বিদ্যুৎ এর সংশ্লিষ্ট কর্মকর্তাগণ ।

অভিযানের সত্যতা নিশ্চিত করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।