
জাকির হোসাইন:
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বীরমুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১ ঘটিকায় সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা ঈদ পুনর্মিলনী কমিটির আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গনে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ফরিদ উদ্দিন এর সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের সভাপতিত্বে প্রদান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জামালপুর জেলা ইউনিট কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ সুজাত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কমান্ডার মোঃ মোফাজ্জল হোসেন, এবং যুদ্ধকালীন বিএল এফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শেখ এম এ লতিফ।
আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন- সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মোঃ এম এ জলিল, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা ছাদেক আলীসহ প্রমুখ।