
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা ও সনদ বিতরণ অনুষ্ঠান-২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সরিষাবাড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্রে দিনব্যাপী ইসলামিক ফাউন্ডেশন সরিষাবাড়ীর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
এতে ইসলামিক ফাউন্ডেশন সরিষাবাড়ীর ফিল্ড সুপারভাইজার আবু সালেহ ইমরান সভাপতিত্ব করেন। প্রধান অতিথী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন।
এ সময় সরিষাবাড়ী সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অব্দুল আজিজ, সাধারন সম্পাদক আবুল হোসেন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এ কেএম আশরাফুল ইসলাম, উপজেলা উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রিফাত হোসেন, ইসলামিক ফাউন্ডেশন সরিষাবাড়ীর আর্দশ তত্তাবধায়ক আব্দুল হাকিম খান, সরিষাবাড়ী বিচারক হিসেবে সরিষাবাড়ী উপজেলা মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম আবু সাইদ কাশেমী, মাওলানা মিজানুর রহমান, ফজলুল হক,আব্দুল্লাহ আল মামুন, মাওলানা আবু বক্কর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত প্রতিযোগীতা অনুষ্ঠানে রচনা, হামদ, নাত, কবিতা আবৃত্তি, কেরাত, আযান, উপস্থিত বক্তৃতায় উপজেলার ১২টি প্রতিষ্ঠানের প্রায় ২’শত শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। প্রতি ক্যাটাগরীতে ১ম,২য়,৩য় ৩ জন করে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। বিজয়ীদের জেলা পর্যায়ে আগামী ২৭ শে ফেব্রুয়ারি জামালপুর ইসলামী ফাইন্ডেশনে অংশ গ্রহনের জন্য প্রেরণ করা হবে বলে জানা গেছে।