Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / সরিষাবাড়িতে নির্যাতনের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকা...

সরিষাবাড়িতে নির্যাতনের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর সংবাদ সম্মেলন

January 31, 2023 03:21:15 AM   দেশজুড়ে ডেস্ক
সরিষাবাড়িতে নির্যাতনের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর সংবাদ সম্মেলন

সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়িতে প্রভাবশালী আব্দুল গফুর ও আব্দুল আজিজের বিরুদ্ধে চাঁদা দাবি ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম মোস্তফার পরিবার। সোমবার দুপুর ১২টায় সরিষাবাড়ি উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম মোস্তফা’র স্ত্রী শাহানা পারভীন লিখিত বক্তব্যে বলেন, সরিষাবাড়ি পৌর সভার মেইন রোডস্থ শিমলা বাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম মোস্তফা’র ক্রয়কৃত ভুমিতে দীর্ঘ দিন যাবত সিমানা প্রাচীরের মধ্যে বসতবাড়ির ৪টি ঘর ও ১টি দোকান ঘর ভাড়া দিয়ে ভোগবান রয়েছি। প্রাচীরের মধ্যে খালি জায়গায় বহুতল বিশিষ্ট আবাসিক অবকাঠামো নির্মাণে লে-আউট প্লান অনুমোদন স্বাপেক্ষে ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। ওই চলমান কাজ সরিষাবাড়ি পৌর সভার শিমলা বাজারের মৃত আফর আলী’র ছেলে প্রভাবশালী আব্দুর গফুর ও আব্দুল আজিজসহ তার কিছু ভাড়াটিয়া লোকজন ৫ লাখ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় ওই নির্মাণাধীন ভবন নির্মাণে পৌরসভার সকল শর্ত মেনে কাজ চলমান রাখলেও পৌর কর্তৃপক্ষের মিথ্যা তথ্য প্রদান করে অভিযোগ দেয়। এর পরেও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার জমি জবরদখলে রাখতে কাজ বন্ধ করে দিয়ে মিথ্যা তথ্য দিয়ে নানা কুট কৌশলে মিথ্যা মামলা দায়ের করেছেন।

তিনি আরও অভিযোগ করেন, প্রভাবশালী আব্দুর গফুর ও আব্দুল আজিজ তার লোকজন দিয়ে বিভিন্ন সময় অসদাচরণ ও গালমন্দ করে। এ সব আচরণের প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধার স্ত্রী শাহানা পারভীনকে রড দিয়ে মারধর করার উদ্যত পরিস্থিতি সৃষ্টি করে এবং সর্বদাই উৎপেতে থেকে মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের নজরে রাখায় তারা নিরাপত্তাহীনতায় রয়েছেন।

এদিকে এ ঘটনায় শফিকুল ইসলাম ও শাহীন আশিক এর বিরুদ্ধে সরিষাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাসহ প্রশাসনের কাছে সহযোগিতা কামনাসহ প্রভাবশালীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান মুক্তিযোদ্ধার স্ত্রী-সন্তানেরা।

এ সময় বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম মোস্তফা’র বড় মেয়ে মমতা পারভীন, ছেলে তাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।