
সরিষাবাড়ী প্রতিনিধি, জামালপুর:
জামালপুরের সরিষাবাড়ীতে শহীদ মিনারের পবিত্রতা নষ্ট করে জুতা পায়ে দৌড়াদৌড়ি ও জুতা পায়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং পুস্পস্তবক কাড়াকাড়ির ঘটনা ঘটেছে। এই বিষয়ে মুক্তিযোদ্ধারা,রাজনৈতিক এবং সচেতন মহল সহ সবার মনে চাপা ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, এ অবস্থায় মাইকে জুতা পায়ে শহীদ মিনারের পাদদেশে উঠার কোন নিষেধ করা হয়নি। দেখভাল করার জন্য উপজেলা প্রশাসন থেকে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। আজ ২১ ফেব্রুয়ারী সকালে জুতা পায়ে শহীদ মিনারে দৌড়াদৌড়ি ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং পুস্পস্তবক কাড়াকাড়ির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় উপজেলা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালনের জন্য সরকারি বেসরকারি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ প্রভাত ফেরীতে সকল ভাষা সৈনিক ও ভাষার শহীদদের প্রতি পৌর এলাকার গণ ময়দান মাঠে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপরে উপজেলা প্রশাসনের আয়োজনে গণ ময়দান মাঠে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালীন সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহীদদের প্রতি অর্পিত শ্রদ্ধাঞ্জলি কাড়াকাড়ি করে নিয়ে যায়। উপজেলা পরিষদেও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠানসহ সবার নজরে পড়লে পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
এ বিষয়ে মুঠোফোনে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, ফুল কাড়াকাড়ি দেখে পুলিশ সাথে সাথেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা পরিষদেও চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান বলেন, আমাদের আগামী প্রজন্মকে শহীদ মিনার সম্পর্কে অবগত করা দায়িত্ব¡ ও কর্তব্য। প্রতিটি পরিবার হতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিখাতে হবে শহীদ মিনার কি ? কিভাবে শহীদ মিনারের উঠতে হয় এবং শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে হয়।
তবে বিষয়টি একটি দুঃখজনক এবং বিচ্ছিন্ন ঘটনা বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা।