Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / সরিষাবাড়ীতে সরকারের উন্নয়ন প্রচারণায় লিফলেট বিতরণ ও পথসভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সরিষাবাড়ীতে সরকারের উন্নয়ন প্রচারণায় লিফলেট বিতরণ ও পথসভা

May 20, 2023 10:30:21 AM   উপজেলা প্রতিনিধি
সরিষাবাড়ীতে সরকারের উন্নয়ন প্রচারণায় লিফলেট বিতরণ ও পথসভা

জাকির হোসাইন:
জামালপুরের সরিষাবাড়ীতে সরকারের বিগত ১৪ বছরের উন্নয়ন প্রচারণায় লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার পিংনা ইউনিয়নের গোপালগঞ্জ হাট ও পিংনা বাজারের বিভিন্ন স্থানে বর্তমান সরকারের বিগত ১৪ বছরের উন্নয়নের লিফলেট বিতরণ করেন-তেজগাও থানা আওয়ামী লীগের সভাপতি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের নৌকা প্রতীকের এমপি মনোনয়ন প্রত‍্যাশী প্রিন্সিপাল আব্দুর রশিদ এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

পিংনা ইউনিয়ন আ'লীগের যুগ্ম সম্পাদক ঈসা আলমের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ফতেহ লোহানী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান,  উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিএসসি, আওনা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ইনামুল হক সোহেল মাষ্টার ও পোগলদীঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামস উদ্দিন প্রমুখ। এ সময় দলীয় ও অঙ্গ-সহযোগী সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আব্দুর রশিদ বলেন,  আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামাতের দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে আবারও আওয়ামী লীগকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। এ লক্ষ্যে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।