
সরিষাবাড়ী সংবাদদাতা, জামালপুর:
জামালপুরের সরিষাবাড়ীতে পৌর এলাকার ০২ ওয়ার্ড এর সামর্থ্যবাড়ী গ্রামে পুকুরের পানিতে পড়ে হাসান নামে একটি শিশুর মৃত্যু হয়েছে ও উদার (১৮ মাস) আহত হয়েছে।
রবিবার (২৩ অক্টোবর) উপজেলার পৌর এলাকার সামর্থ্যবাড়ী গ্রামের স্থায়ী বাসিন্দা রঞ্জুর বাড়িতে দুপুরে ৩টার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুর তিনটার সময় দুইজন একসাথে বাড়িতে খেলা করছিলো। কিছুক্ষণ পর তাদের খুঁজে না পেলে পিতা রঞ্জু বাড়ির পাশে অবস্থিত পুকুরের দিকে গেলে দেখতে পায় ১৮মাস বয়সী কন্যাসন্তান উদারকে পুকুরের পানিতে ডুবে যাচ্ছে। তারপর ছেলে হাসানকেও খুঁজে না পেয়ে পুকুরের পানিতে খোঁজ করলে তাকেও পুকুরের পানিতে খুঁজে পান তিনি।
মৃত হাসানের বাবা রঞ্জু মিয়া বলেন, দুপুরে আমার ছেলে আর মেয়ে একসাথে খেলা করতেছিলো। হঠাৎ তাদেরকে দেখতে না পেয়ে চতুর্দিকে খোঁজ করতে গিয়ে পুকুরের পাড়ে গিয়ে দেখি উদার পানিতে ডুবে যাচ্ছে। তারপর উদারকে পানি থেকে উদ্ধার করে ছেলে হাসানকে খুঁজে না পেয়ে পানিতে খুঁজাখুজি শুরু করি। কিছুক্ষণ পর তাকেও খুঁজে পাই। তারপর তাদেরকে হাসপাতালে আনলে ডাঃ হাসানকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ জান্নাতুন নাঈম বলেন, হাসানকে হাসপাতালে আনার পুর্বেই মারা গেছে এবং উদার আহত অবস্থায় এসেছেন।