
সরিষাবাড়ী সংবাদদাতা:
জামালপুরের সরিষাবাড়ীতে প্রতারক চক্র কর্তৃক ২০ হাজার টাকা হাতিয়ে নেওয়া ঘটনা ঘটেছে। সরিষাবাড়ী পৌরসভার ভিতরে অবস্থিত সোনালী ব্যাংক সরিষাবাড়ী উপজেলা শাখার ভিতরে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি ঘটেছে। এসময় প্রতারক চক্রের শিকার হয় সরিষাবাড়ী পৌর এলাকার পিংনা ইউনিয়নের বারই পটল গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের স্ত্রী রাশেদা বেগম (৬০)।
রাশেদা বেগম (৬০) জানান, তিনি বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সোনালী ব্যাংকে আসেন তার স্বামীর মুক্তিযোদ্ধা ভাতার টাকা উত্তোলন করার জন্য। টাকা উত্তোলন করার পর বাড়িতে ফিরে যাওয়ার সময় সোনালী ব্যাংকের ভিতরে বসে থাকা অপরিচিত এক ব্যাক্তি তাকে বলেন, আপনার ছেলে গোলাম মোস্তফা আমার কাছে ৩৫ হাজার টাকা পায়। আমি আজকে ওই পাওনা টাকা ফেরত দিবো। আপনার ছেলের সাথে আমার কথা হয়েছে। ও বলেছে টাকাটা যেন আপনার হাতে পাঠিয়ে দিই। সেই অপরিচিত প্রতারক প্রমাণিত করার জন্য তার ছেলে মোস্তফার কথা বলে অন্য কাউকে ফোন দিলো। তখনই আমার থেকে টাকা গুলো নিয়ে বলে আমার টাকাটা আরামনগন বাজারে আছে, আপনি আমার সাথে আসুন আমি আপনাকে ৫০ হাজার টাকার একটা ফাইল দিয়ে দিচ্ছি। তার পর বাজারে এসে সেই প্রতারক উধাও হয়ে যায়।
তিনি বলেন, আমি মাত্রই সোনালী ব্যাংক থেকে আমার স্বামীর ‘মুক্তিযোদ্ধার ভাতা’র ২০’হাজার টাকা তুলে বের হচ্ছি। তখনই ব্যাংকের ভিতরে বসে থাকা অচেনা এক লোক এসে বলেন আপনার ছেলে মোস্তফা ৩৫’হাজার টাকা পাবে আমার কাছে। সেটা আপনার কাছে পাঠিয়ে দিতে বলেছে। আপনার হাতে যে বিশ হাজার টাকা আছে সেটা আমাকে দিন আমি আপনাকে ৫০’হাজার টাকার একটি ফাইল নিয়ে দিচ্ছি। মোস্তফা ৫০হাজার টাকার একটা ফাইল নিয়েযেতে বলেছে।
ফোন করার বিষয়ে রাশেদা বেগমের ছেলে গোলাম মোস্তফা বলেন, সেই প্রতারক আমার মা’কে মিথ্যা বলেছে। প্রতারক আমাকে ফোন দেয়নি। আমি এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করবো।
এ বিষয়ে সোনালী ব্যাংকের ম্যানেজার কায়ছারুল ইসলাম বিষয়টি অস্বীকার করে বলেন- সে ব্যাংক থেকে টাকা উঠানোর পর বাহির থেকে প্রতারক তার টাকা নিয়েছে। এখানে আমার ব্যাংক কর্তৃপক্ষের কোন কিছু করার নেই। ব্যাংকের ভিতরে হলে বিষয়টি আমরা দেখতে পারতাম।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল মজিদ এর সাথে কথা বললে সে প্রতিবেদক জাকিরকে বলেন, আমরা এখনও এবিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।