Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ৫১তম মহান বিজয় দিবস পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ৫১তম মহান বিজয় দিবস পালিত

December 17, 2022 07:06:26 AM  
সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ৫১তম মহান বিজয় দিবস পালিত

সরিষাবাড়ী প্রতিনিধি:
সারাদেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ৫১তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সুচনা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৭টায় টায় মুক্তিযোদ্ধা স্মৃতিব্যাধীতে উপজেলা প্রশাসন,পুলিশ,উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী- বেসরকারী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পুস্পস্তবক অর্পণ করেন।

পুষ্পতবক অর্পণ শেষে সরিষাবাড়ী অনার্স কলেজ মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সফল তথ ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান।কুচকাওয়াজ ও ডিসপ্লের ছালাম গ্রহণ করেন সরিষাবাড়ী থানার ওসি মহব্বত কবীর ও উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা, মসজিদ- মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে বিশেষ দোয়া, হাসপাতাল, এতিমখানা ও শিশুসদনে উন্নতমানের খাবার বিতরণ, ক্রীড়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা, সরিষাবাড়ী থানার ওসি মহব্বত কবীর, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান,সরিষাবাড়ী উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোফাজ্জল হোসেন, শিক্ষকবৃন্দ, পুলিশ, সাংবাদিকবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার ও ভিডিপি, স্কাউটস, মাদরাসা, স্কুল ও কলেজের শিক্ষার্থীবৃন্দ। পরে বিজয় দিবসে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণকারী  বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।