Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / সরিষাবাড়িতে বাইক কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সরিষাবাড়িতে বাইক কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

July 21, 2022 09:01:19 PM  
সরিষাবাড়িতে বাইক কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

জাকির হোসেন, সরিষাবাড়ি:
জামালপুরের সরিষাবাড়িতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় হানিফ পালোয়ান (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। বুধবার (২০ জুলাই) রাতে সরিষাবাড়ি পৌরসভার উপজেলা চত্বর কলোনিতে এ ঘটনা ঘটে।

হানিফ উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ি অলিপাড়া গ্রামের সাহের পালোয়ানের একমাত্র ছেলে এবং সরিষাবাড়ি রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। স্থানীয় ও পরিবার সূত্র জানায়, ছোট থেকেই মোটরসাইকেলের প্রতি তার ব্যাপক আগ্রহ ছিলো। পুরাতন একটি মোটরসাইকেল পরিবারের পক্ষ থেকে কিনেও দেওয়া হয়েছিলো। কিন্তু তার শখ ছিলো নতুন একটি মোটরসাইকেলের। টাকাও জোগাড়ের চেষ্টা চলছিলো। কিন্তু বুধবার রাত আনুমানিক ১০টায় ফেসবুক লাইভে এসে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে সে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত হানিফ পালোয়ানের চাচা শাহীনুর রহমান বলেন, ছেলেটি বাবা-মায়ের খুবই আদরের ছিলো। যখন যা আবদার করতো তাই পূরণ করার চেষ্টা করা হতো। কিন্তু মোটরসাইকেল যেহেতু অনেক টাকার ব্যাপার তাই টাকা জোগাড় করতে বিলম্ব হওয়ায় বাবা-মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করে। আমাদের কারও প্রতি কোনো অভিযোগ নেই।

সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রাজবংশী, হানিফকে রাত সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার আত্মীয়স্বজন নিয়ে আসে। কিন্তু হাসপাতালে আনার আগেই মৃত্যুবরণ করে সে। সরিষাবাড়ি থানার পুলিশ উপপরিদর্শক মুর্শেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।