
সরিষাবাড়ি সংবাদদাতা, জামালপুর:
সরিষাবাড়িতে মোটর খুলতে গিয়ে কাজীপুর থানার ছেন্নাচর গ্রামের সোলায়মান মন্ডল এর ছেলে দুলাল মিয়ার মৃত্যু হয়েছে। মৃত দুলাল মিয়া সৌদি প্রবাসী ছিলেন।
জানা যায়, দুলাল মিয়া বিকাল ৪ ঘটিকার সময় তার নিজ বাড়িতে মোটর খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরবর্তীতে পরিবারের অন্য সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিয়ে এম্বুলেন্স ডাকেন। পরবর্তীতে অ্যাম্বুলেন্স যোগে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের পরিবারের সদস্যরা বলেন, দুলাল মিয়া বিকাল ৪ ঘটিকার সময় তাহার নিজ বাড়িতে মোটর ঠিক করতে যান। কিছুক্ষণ পর তার পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে দেখেন তিনি বিদ্যুতের তারের উপর পড়ে আছেন। অতঃপর কোন গাড়ি খুঁজে না পেয়ে তারা ৯৯৯ এ ফোন দেন এবং এম্বুলেন্স যোগে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসেন।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সূত্রে জানা যায়, দুলাল মিয়াকে অ্যাম্বুলেন্স যোগে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার পূর্বেই তিনি মারা যান।