Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

June 30, 2022 03:36:39 AM  
সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

সরিষাবাড়ী সংবাদদাতা:
জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়ে মাসুদ রানা (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) আনুমানিক রাত ১০টার দিকে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মোনারপাড়া এলাকায় এ মর্মান্তিক দুরর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ও পরিবার সুত্রে জানা যায়, নিহত মাসুদ মাসুদ রানা ঐ ইউনিয়নের বগারপাড় গ্রামের দুলাল মন্ডলের ছেলে। সে ইট ভাঙানোর মেশিনে দিন মজুরের কাজ করতেন। প্রতিদিনের মত কাজ শেষ করে রাতে বাড়িতে ফিরছিলেন মাসুদ। এমন সময় হটাৎ যমুনা এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগলে মাসুদের দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে বুধবার সকালে স্থানীয়রা ছিন্নভিন্ন দেহ দেখতে পেয়ে রেলওয়ে পুলিশে খবর দেন।

সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মজিবুল হক বলেন, মঙ্গলবার রাতে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।