Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় অসহায়দের চেক ও হুইল চেয়ার বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় অসহায়দের চেক ও হুইল চেয়ার বিতরণ

May 24, 2023 06:27:37 PM   উপজেলা প্রতিনিধি
সালথায় অসহায়দের চেক ও হুইল চেয়ার বিতরণ

আ‌রিফুল ইসলাম:
ফরিদপু‌রের সালথা উপ‌জেলায় সমাজ‌সেবা অ‌ধিদপ্তর কর্তৃক বাস্তবা‌য়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া আক্রান্ত মোট ১৫জন রোগীর মা‌ঝে চি‌কিৎসার জন‌্য ৫০ হাজার টাকার চেক ও ১০জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আ‌য়োজ‌নে বুধবার (২৪ মে) উপ‌জেলা স‌ম্মেলন ক‌ক্ষে এই চেক ও হুইল চেয়ার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপতিত্বে চেক হুইল‌ চেয়ার তু‌লে দেন উপ‌জেলা পরিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী।

এ সময় আরও উপ‌স্থিত ছি‌লেন, সালথা সরকা‌রি ক‌লে‌জের অধ‌্যক্ষ‌ কৃষ্ণচন্ত্র বর্মণ, নবকাম কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, বিভাগদী শ‌হিদ স্মৃ‌তি ক‌লে‌জের অধ‌্যক্ষ তা‌রিকুল ইসলাম, উপ‌জেলা সমাজ‌সেবা কর্মকর্তা ফজ‌লে রা‌ব্বি নোমান, উপ‌জেলা আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ফারুকুজ্জান ফ‌কির মিয়া প্রমূখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়নের চেয়ারম্যান  ও সহায়তা প্রাপ্তরা উপ‌স্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা অফিস সূ‌ত্রে জানা যায়, সমাজ‌সেবা অ‌ধিদপ্তর কর্তৃক বাস্তবা‌য়িত সাড়ে ৭ লাখ টাকার চেকের সুরক্ষা ট্রাস্টের আওতায় উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১৫ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। এছাড়াও জেলা প্রতিবন্ধী অ‌ফিস ফ‌রিদপুর থে‌কে প্রাপ্ত ১০টি হুইল চেয়ার ১০ জন প্রতিবন্ধী‌কে প্রদান করা হয়ে‌ছে।