Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় আব্দুল হা‌লিম ফাউ‌ন্ডেশ‌নের উদ্যোগে টিউব‌ওয়েল প্রদান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় আব্দুল হা‌লিম ফাউ‌ন্ডেশ‌নের উদ্যোগে টিউব‌ওয়েল প্রদান

July 26, 2023 08:01:37 PM   স্পোর্টস ডেস্ক
সালথায় আব্দুল হা‌লিম ফাউ‌ন্ডেশ‌নের উদ্যোগে টিউব‌ওয়েল প্রদান

আ‌রিফুল ইসলাম:
ফ‌রিদপু‌রের সালথায় শিক্ষা, উন্নয়ন ও সমাজ‌সেবামূলক প্রতিষ্ঠান আব্দুল হা‌লিম (ধলা মিয়া) ফাউ‌ন্ডেশ‌নের পক্ষ থে‌কে অসহায় এক‌টি পরিবারকে টিউব‌ওয়েল প্রদান ক‌রে‌ছে। সংগঠন‌টির প্রতিষ্ঠাতা হা‌ফেজ আব্দুল আওয়া‌লের ‌নিজস্ব অর্থায়‌নে বুধবার (২৬জুলাই) বিকাল ৪টার দি‌কে উপ‌জেলার নকুলহা‌টি বাজা‌রে সংগঠন‌টির কার্যাল‌য়ে অসহায় প‌রিবারটি‌কে এই টিউব‌য়েল প্রদান করা হয়।

আব্দুল হা‌লিম (ধলা মিয়া) ফাউ‌ন্ডেশ‌নের প্রতিষ্ঠাতা হা‌ফেজ আব্দুল আওয়া‌ল ব‌লেন, ২০১১ সা‌লের প্রতিষ্ঠা লগ্ন থে‌কে আব্দুল হা‌লিম (ধলা মিয়া) ফাউ‌ন্ডেশ‌ন বি‌ভিন্ন সেবা ও উন্নয়নমূলক কাজ ক‌রে যা‌চ্ছে। ইসলামিক কিন্ডার গা‌র্টেন, ইসলা‌মিক পাঠাগার, অসহায় মানু‌ষের দাফন-কাফ‌নের ব‌্যবস্থা, ফ্রি মে‌ডি‌কেল চি‌কিৎসা সহ আমা‌দের সমাজমূলক কাজ চলমান র‌য়ে‌ছে। আমা‌দের এই কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

টিউব‌য়েল বিতরণ কা‌লে আরও উপ‌স্থিত ছি‌লেন,  মওলানা সিদ্দুকুর রহমান, ফজলুর রহমান হক, সাজ্জাদ হো‌সেন, মওলানা সালাহউ‌দ্দিন, ইব্রহিম মাতুব্বর প্রমুখ।