
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিশ্ব মানবজাতির শান্তির অগ্রদূত হযরত মুহাম্মদ (স:) এর শুভ জন্মদিন মহা পবিত্র ঈদে মিলাদুন্নবী (স:) পালন উপলক্ষে ফরিদপুরের সালথায় জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আসন্ন জাতীয় সয়সদ নির্বাচনে ফরিদপুর- ২ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাসি এ্যাডভোকেট জামাল হোসেন মিয়ার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর ) বাদ যোহর রাসুল (স:) এর জীবনী নিয়ে আলোচনা বয়ান, মিলাদ ও দোয়া মাহফিল এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়। এরপর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করে এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।
হযরত মুহাম্মদ (স:) এর প্রতি ভালোবাসা ও মর্যাদা’ সম্পর্কে বয়ান পেশ করেন ও দোয়া পরিচালনা করেন, মডেল মসজিদের ইমাম মাওলানা রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য আক্কাস আলী (আক্কাস), আওয়ামীলীগ নেতা সেলিম, শাহীন, সাহানুর, যুবলীগ নেতা নুর মোহাম্মদ প্রমুখ।