Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় গলায় অস্ত্র ঠেকিয়ে সাংবাদিকের বাড়িতে চুরি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় গলায় অস্ত্র ঠেকিয়ে সাংবাদিকের বাড়িতে চুরি

February 03, 2025 07:25:27 PM   জেলা প্রতিনিধি
সালথায় গলায় অস্ত্র ঠেকিয়ে সাংবাদিকের বাড়িতে চুরি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় গলায় অস্ত্র ঠেকিয়ে এক সাংবাদিকের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর রাতে উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে এ ঘটনা ঘটে। চোরেরা নগদ টাকাসহ প্রায় এক লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।

বাড়ির মালিক সাংবাদিক সাইফুল ইসলাম দৈনিক সমকালের সালথা উপজেলা প্রতিনিধি ও সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি।

সাংবাদিক সাইফুল ইসলাম জানান, চোরেরা ভোর রাতে তার মায়ের ঘরে প্রবেশ করে। এসময় তার মা জেগে গেলে চোরেরা দেশীয় অস্ত্র (রামদা) ঠেকিয়ে তাকে জিম্মি করে। তারা নগদ ২৫ হাজার টাকা, আট ভরি ওজনের স্বর্ণের চেইন, জামা-কাপড়সহ প্রায় এক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। চোরেরা দুজন ছিল, তবে তার মা তাদের চিনতে পারেননি। তারা অন্য কোনো ঘরে প্রবেশ না করলেও বাড়ির বাইরে থেকে চার কাঁধি কলা কেটে নিয়ে যায়।

এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, খবর পেয়ে সালথা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।