
আরিফুল ইসলাম:
ফরিদপুরের সালথায় রুবেল হোসেন নামের এক অসহায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার উপহার দিয়ে প্রশংসায় ভাসছেন সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক।
রুবেল উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মৃত খন্দোকার আজিজুর রহমানের বড় ছেলে। সালথা থানা পুলিশের অর্থায়নে রবিবার দুপুরে থানা চত্ত্বরে রুবেল কে হুইল চেয়ার প্রদান করা হয়। এসময় এসআই পরিমল ও এসআই আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
জানা যায়, রুবেল হোসেন জন্ম থেকেই প্রতিবন্ধী। প্রতিবন্ধী হওয়ার কারনে বিভিন্ন সময়ে বিভিন্ন সময়ে নিগ্রহের স্বিকার হয়। প্রতিবন্ধী হওয়ায় স্বাভাবিকভাবে রুবেল হাটতে পারে না, হুইল চেয়ারে চলাফেরা করতে হয়। রুবেলের হুইল চেয়ারটি পুরাতন হওয়া ঠিকমত ব্যবহার করতে পারে না। নতুন একটি হুইল চেয়ারের জন্য বিভিন্ন জায়গাতে যোগাযোগ করেও কোন লাভ হয় নাই। খবর পেয়ে সালথা থানা পুলিশের সহায়তায় রুবেল একটি হুইল চেয়ার পায়। আর প্রতিবন্ধী রুবেল কে হুইল চেয়ার প্রদান করে সর্ব মহলে প্রশংসায় ভাসছেন ওসি শেখ সাদিক।
প্রতিবন্দী রুবেল কে হুইল চেয়ার প্রদানের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলেই তা মুহুর্তে ছড়িয়ে পরে সর্বত্র। সেই ছবি বিভিন্নজন শেয়ার করেন, সেখানে কমেন্ট করেন বিভিন্ন শ্রেনি পেশার মানুষ। সেখানে সবাই ওসি শেখ সাদিকের প্রসংশা করেন। প্রতিবন্ধী রুবেল বলেন, ওসি স্যার আমাকে হুইল চেয়ার দিয়েছে আমি খুশি। ওসি স্যার খুব ভাল মানুষ। আমি ওসি স্যারের জন্য দোয়া করি।
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শেখ সাদিক বলেন, ছেলেটি আমাকে ফোন করে জানান তার একটি হুইল চেয়ার প্রয়োজন। আজ তাকে ভালো মানের একটি হুইল চেয়ার উপহার দিয়েছি। হুইল চেয়ারটি পেয়ে প্রতিবন্ধী ছেলেটি অনেক খুশি হয়েছে এবং আমার জন্য দোয়া করেছে। আমি সকল শ্রেণীর মানুষের দোয়া চাই।