
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ এর নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। হোমনা-তিতাস নির্বাচনী এলাকায় নৌকায় মনোনীত প্রার্থী সেলিমা আহমাদ এমপি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই প্রচারণার উদ্বোধন করেন।
উৎসব মুখর এই অনুষ্ঠানে এলাকার বিভিন্ন স্তরের জনগণ আগ্রহের সাথে অংশগ্রহণ করেন। পাশাপাশি সেলিমা আহমাদ হোমনা উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করেন।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ রুহুল আমিন (সভাপতি, কুমিল্লা (উ:) জেলা আওয়ামী)। এসময় আরও উপস্থিত ছিলেন জনাব রোশন আলী মাস্টার ( সাধারণ সম্পাদক, কুমিল্লা (উ:) জেলা আওয়ামী), অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম (সিনিয়র সহ-সভাপতি, হোমনা উপজেলা আওয়ামী লীগ ও মেয়র, হোমনা পৌরসভা, কুমিল্লা), মহিউদ্দিন খন্দকার (যুগ্ম সাধারণ সম্পাদক,হোমনা উপজেলা আওয়ামীলী)