
দেশজুড়ে ডেস্ক:
সারাদেশে যথাযথ মর্যাদায় স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার সকাল থেকেই দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া-মোনাজাত, বিশেষ প্রার্থনা, অসহায়দের মধ্যে খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। প্রতিনিধিদের পাঠানো সংবাদে বিস্তারিত-
শরীয়তপুর সংবাদদাতা: জাতির পিতার ৪৭তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপনের লক্ষ্যে শরীয়তপুরে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে পতাকা উত্তোলন (অর্ধনমিত) করেন জেলা প্রশাসক। সকাল ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় সম্মুখস্থ আম্রকাননে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন শরীয়তপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. পারভেজ হাসান। এ সময় অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত জেলা পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাজী শরীফুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে ও শরীয়তপুর পৌরসভা মেয়র এডভোকেট পারভেজ রহমান জনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতীয় শোক দিবস-২০২২ পালন উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতেই ১৫ আগস্টে শাহাদাৎ বরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। আগত অতিথিবৃন্দ জাতির পিতার কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। সবশেষে জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন আগত অতিথিবৃন্দ।
বরিশাল সংবাদদাতা: যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। এ উপলক্ষে সোমবার সকাল ৬টা হতে বেলা ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু উদ্যানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১০ টায় নগরীর শহীদ সোহেল চত্বর দলীয় কার্যলয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বরিশাল সিটি করর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্ এবং মহানগর আ. লীগের সভাপতি এড. একেএম জাহাঙ্গীর হোসাইনসহ মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এদিকে সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু উদ্যানে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও রেঞ্জ ডিআইজি, মেট্টোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার, শহীদ আব্দুর রব সেরনিয়াত বরিশাল প্রেসক্লাব, আওয়ামী লীগের বিভিন্ন অংঙ্গ ও সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত, আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশন করে পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়। বেলা ১২ টায় জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে একটি শোকর্যালি বের করা হয়। এছাড়াও দিনব্যাপী পবিত্র কুরআন তেলওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, কবিতা পাঠ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, প্রতিযোগিতা ও দোয়া মাহফিল, গণভোজের আয়োজন করা হয়েছে। এছাড়াও দিবসটি উপলক্ষে দিনব্যাপী শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে পিআইডির আয়োজনে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর আলোকচিত্র প্রদর্শন করা হবে। অন্যদিকে জাতির পিতাকে স্মরণ এবং জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বাংলাদেশ বেতার বরিশাল আয়োজন করেছে দিনব্যাপী নানা আয়োজন।
মানিকগঞ্জ সংবাদদাতা: মানিকগঞ্জের ঘিওরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঘিওর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঘিওর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইকরামুল ইসলাম খবির এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এএম নাঈমুর রহমান দুর্জয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল আলীম মিয়া মিন্টুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. তায়েবুর রহমান টিপু, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক আব্দুল মতিন মুসা, সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক আহমেদ শামীম, কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল করিম উজ্জলসহ আরো অনেকে।
রায়পুর সংবাদদাতা, লক্ষ্মীপুর: রায়পুর উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ পালন উপলক্ষে তার প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, রায়পুর, লক্ষ্মীপুর এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা প্রশাসন, রায়পুর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সংসদ সদস্য, লক্ষ্মীপুর-০২। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অঞ্জন দাশ, উপজেলা নির্বাহী অফিসার, রায়পুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা. এহসানুল কবির জগলুল, এমডি, এসেনসিয়াল ড্রাগস লি, অধ্যক্ষ মামুনুর রশীদ, চেয়ারম্যান, উপজেলা পরিষদ রায়পুর, রাসেল ইকবাল, সহকারী কমিশনার (ভূমি), রায়পুর, এডভোকেট মারুফ বিন জাকারিয়া, ভাইস চেয়ারম্যান, রায়পুর উপজেলা পরিষদ, শিপন বড়ুয়া, ভারপ্রাপ্ত কর্মকর্তা, রায়পুর থানা, বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দেওয়ান, সাবেক ডেপুটি কমান্ডার, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, রায়পুর। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ফাতিমা খাতুন, ব্যবস্থাপক, পল্লী সঞ্চয় ব্যাংক, রায়পুর। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অন্যান্য অনুষ্ঠানমালায় ছিল যুব উন্নয়ন অধিদপ্তর, রায়পুর কর্তৃক ঋণ ও গাছের চারা বিতরণ, তথ্য অধিদপ্তর, রায়পুর কর্তৃক আলোচনা সভা এবং পরিশেষে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল। বেলা ১২ টায় রায়পুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক শোকর্যালি শহর প্রদক্ষিণ করে রায়পুর পাইলট বালিকা বিদ্যালয়ে এসে আলোচনা সভা, দোয়া ও তবারক বিতরণের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হয়।
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার সকালে কালিয়াকৈর উপজেলা হলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে, কালিয়াকৈর উপজেলা নির্বাহি অফিসার তাজওয়ার আকরাম সাকাফি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান, কামাল উদ্দিন সিকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মো. মুরাদ কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান, অধ্যাপিকা জায়েদা নাসরিন, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক আকবর আলীসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে বিকেলে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে কালিয়াকৈর বাস টার্মিনালে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা: ১৫ আগস্টের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা সভা ও গণভোজনের আয়োজন করা হয়। সোমবার দুপুরে উপজেলার মাওনা চৌরাস্তা ভাই ভাই সিটি মার্কেটে মাওনা চৌরাস্তা জাতীয় শোক দিবস আয়োজক কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আয়োজক কমিটির আহবায়ক মো.গিয়াস উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি জুনায়েদ সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর পৌর মেয়র আনিসুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আ. জলিল বিএ। আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম মাদবর, মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম খোকন, গোসিংগা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর আলমগীর ফকির, তেলিহাটি ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার আবুল, পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান মণ্ডল, ৫নং ওয়ার্ড কাউন্সিলর রমিজ উদ্দিন, শ্রীপুর উপজেলা আ.লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত ওসমান ঢালী, কাওরাইদ ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান মাস্টার, উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন প্রমুখ। এছাড়াও এসময় মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে ১৫ হাজার মানুষের মাঝে গণভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাইয় উপজেলায় পৃথকভাবে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, কবিতা পাঠ, শিশুদের চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতা, মিলাদ মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত শাহাদাৎ বার্ষিকীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল। এছাড়া রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে শাহাদাৎ বার্ষিকী উদযাপনে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হয়। এরপর সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে উপজেলা প্রসাশন, থানা পুলিশ, উপজেলা আ.লীগ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের প্রধানগণ অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ থেকে শোক র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাতীয় শোক দিবস উদযাপন কমিটির সভাপতি শাহাদাৎ হুসেইন। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনা (ভূমি) ইসলাম, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার এড. ইসমাইল হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বেলায়েত হোসেন, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান, প্রাণী সম্পদ দপ্তর কর্মকর্তা কামরুননাহার আকতারসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা: সারাদেশের ন্যায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম আকন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হাবিবুল হাসান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মোকছেদ আলী, সাধারণ সম্পাদক আহসান কবির, পৌর মেয়র মো. শহীদুল আলম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মৌসুমি হক, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, আক্কেলপুর থানার কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নবীবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাধেশ্যাম আগরওয়ালা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো রাশেদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মো. আতিকুজ্জামানসহ সকল কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ। পুস্পস্তক অর্পণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “এই বাংলার আকাশ-বাতাশ, সাগর-গিরি ও নদী ডাকিছে তোমার বঙ্গবন্ধু, ফিরিয়া আসিতে যদি” -এই প্রতিপাদ্য বুকে ধারণ করে আলোচনা সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকলের আত্মার মাগফেরেত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার সুমন কুমার কুন্ডু।
কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়। পরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ দোয়া মাহফিল, শোক র্যালি ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ সহ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি চাষি এমএ করিম । এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, আওয়ামী লীগ শেখ বাবুল, নেতা আ.ন.ম. ওবাইদুর রহমান, জিল্লুর রহমান টিটু, আবুল কালাম আজাদ, মোস্তাফিজার রহমান সাজু, আতাউর রহমান বিপ্লব প্রমুখ। অপরদিকে জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার বিজয় স্তম্ভ চত্ত্বরে বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টান বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্টান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। এছাড়াও শেখ রাসেল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় শোক দিবসের আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, পৌর মেয়র কাজিউল ইসলাম সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়াও জেলা পরিষদের উদ্যোগে দরিদ্রদের মাঝে কাপড় ও খাদ্য বিতরণ, জেলা যুবলীগের দুটি গ্রুপ কলেজ মোড় ও বাসটার্মিনাল এলাকায় সমাবেশ ও খাদ্য বিতরণ করে। এসময় বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক আলহাজ রুহুল আমিন দুলাল। এছাড়াও বিভিন্ন সংগঠন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করে।
ঝিনাইদহ প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে সোমবার (১৫ আগষ্ট ) মহেশপুর উপজেলায় নানা কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করেছে উপজেলা প্রশাসন। কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত,কালোব্যাজ ধারণ ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মহেশপুর জেলা পরিষদ অডিটরিয়ামে এসে শেষ হয়। সকাল ১০টায় মহেশপুর জেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি নবী নেওয়াজ,উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,থানা অফিসার ইনচার্জ সেলিম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন,উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আনচিুর রহমান টিপু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ এমদাদুল হক বুলু প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবনাদর্শের নানা দিক সম্পর্কে আলোকপাত করেন। এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে।
ময়মনসিংহ সংবাদদাতা: ১৫ আগষ্ট বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্যতম কর্মী তরিকুল ইসলাম রাসেল এর উদ্যোগে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ সদর ০৪ আসনের কৃতিসন্তান জনাব এ কে এম আফজালুর রহমান বাবু সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। প্রধান অতিথি হিসেবে ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব মোঃ ইকরামুল হক টিটু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবদুল আউয়াল মিন্টু সভাপতি, ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগ, বিশেষ বক্তা হিসেবে ছিলেন জনাব মোঃ আজিজুর রহমান ইমন সাধারণ সম্পাদক ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব রেজাউল হাসান বাবু,জনাব শাহারিয়ার মোঃ রাহাত খান সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ জেলা যুবলীগ, জনাব মোঃ কামাল খান কাউন্সিল, ১৭নং ওয়ার্ড, ময়মনসিংহ সিটি কর্পোরেশন।
হরিণাকুণ্ডু, ঝিনাইদহ: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম মৃত্যুবার্ষিকীতে হরিনাকুণ্ডু প্রেস ক্লাবের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। দুপুরে হরিণাকুণ্ডু প্রেস ক্লাবের আয়োজনে মানবভোজের অংশ হিসাবে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর হোসাইন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাফিস সুলতানা, সংসদ সদস্যের প্রতিনিধি রওশন আলী,সহকারী কমিশনার (ভূমি) সেলিম আহম্মেদ , থানা অফিসার ইনচার্জ(ওসি)আব্দুর রহিম মোল্লা, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জামিনুর রশিদ, হরিণাকুণ্ডু প্রেসক্লাব সভাপতি এম সাইফুজ্জামান তাজু, সাধারণ সম্পাদক এইচ মাহবুব মিলু সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা ক্রীড়া সংস্থার মাঠে তিন শতাধিক কোমলমতি ছেলেমেয়েদের মাঝে খাবার বিতরণ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। মানবভোজ শেষে প্রেসক্লাব যুগ্ম- সম্পাদক মাওলানা তৈয়বুর রহমানের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের রুহুর মাগফিরাত কামনায় দোয়া কামনা করা হয়।