Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সোনারগাঁওয়ে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প...

সোনারগাঁওয়ে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

July 16, 2022 03:17:25 AM  
সোনারগাঁওয়ে বাস-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু

মফস্বল ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দী এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মাহিমা রহমান(২৩) নামের এক বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মারা গেছেন। আহত হয় আরও ৩ জন।

নিহত মাহিমা রহমান উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকার মাহফুজ আহমেদের মেয়ে। সে ইষ্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়ে ডাক্তারী বিষয়ে লেখাপড়া করতো।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ১০.৩০ মিনিটের দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও দড়িকান্দি এলাকায় একটি প্রাইভেটকারে মাহিমা রহমানসহ ৪ জন যাওয়ার পথে একটি দ্রুত গতির যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গিয়ে ৫জন আহত হয়।তাদের মধ্যে মাহিমা রহমান সহ আরও ১ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মাহিমা রহমান মারা যান।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নবীর হোসেন বলেন, বাস ও প্রাইভেটকারের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করি। আহতদের মধ্যে মাহিমা রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘাতক বাসটি আটক করা হয়েছে।