
মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারের কুলাউড়া থানার বাসিন্দা লন্ডন প্রবাসী জমিলা বেগম নামে এক নারী তার স্বামী আজাদীর হোসাইনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন। জমিলার অভিযোগ তার স্বামী ভূয়া তালাকনামা তৈরি করে আরেক নারীকে বিয়ে করেছেন। এ বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশন ও আইন সহায়তা কেন্দ্রের সহায়তা চেয়ে একটি অভিযোগ দায়ের করেছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, লন্ডনে থাকাকালীন আজাদীর হোসাইন ওই নারীকে বিয়ে করে তার টাকা-পয়াস সহ সর্বস্ব লুটে নেয়। লন্ডনে তিনি ডমেস্টিক ভায়োলেন্সের অভিযুক্ত ব্যক্তি। বর্তমানে বাংলাদেশে এসে তিনি ভূয়া তালাকনামা তৈরি করে আরও এক নারীকে বিয়ে করেছেন। ইতোপূর্বেও আরও এক নারীকে বিয়ে করার চেষ্টা করায় কুলাউড়া থানার হস্তক্ষেপে তা বন্ধ করা হয়েছিল।
অভিযুক্ত আজাদীরের গ্রামের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার ব্রাহ্মণবাজার ইউনিয়নে। তার পিতা মৃত আরজান আলী।
জমিলা বেগম জানান, আজাদীর হোসাইনের তিন সন্তানের মা তিনি। নানারকম প্রলোভনে আমার থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে আজাদীর হোসাইন। সন্তানদের কথা চিন্তা করে বিভিন্ন রকমের অত্যাচার সহ্য করে সংসার করতে চান। আজাদীর যেন আর কোনো নারীর সর্বনাশ করতে না পারেন সেজন্য প্রশাসন ও মানবাধিকার সংগঠনগুলোর সহায়তা কামনা করেন তিনি।
আজাদীর হোসাইনের সাথে যোগাযোগ করলে তার ব্যবহৃত বাংলাদেশের মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। তবে তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করলে তারা অভিযোগ অস্বীকার করেন।