Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / হাতীবান্ধায় অবৈধ বাজার উচ্ছেদে ব্যবসায়ীদের মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হাতীবান্ধায় অবৈধ বাজার উচ্ছেদে ব্যবসায়ীদের মানববন্ধন

February 26, 2025 06:38:03 PM   উপজেলা প্রতিনিধি
হাতীবান্ধায় অবৈধ বাজার উচ্ছেদে ব্যবসায়ীদের মানববন্ধন

হাতীবান্ধা সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সদরের বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা বাজারের কারণে সরকারি ইজারাকৃত শহীদ মুক্তিযোদ্ধা বাজার ধ্বংসের পথে। এ পরিস্থিতি মোকাবিলায় অবৈধ বাজার উচ্ছেদ এবং ইজারাকৃত বাজার রক্ষার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন ব্যবসায়ীরা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা বাজার কমিটির ব্যানারে উপজেলা পরিষদের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতি রক্ষার্থে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধা বাজার প্রতিষ্ঠিত হয়। প্রতিবছর সরকারিভাবে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বাজারটি ইজারা দেওয়া হয় এবং ইজারাদাররা নিয়মিত টোল আদায় করেন। কিন্তু সদর এলাকায় বিভিন্ন স্থানে অবৈধভাবে মাছ, মাংস ও কাঁচা বাজার বসায় বাজারের স্থায়ী দোকানদাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ অবস্থায় প্রশাসন যদি দ্রুত অবৈধ বাজার উচ্ছেদ না করে, তাহলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ব্যবসায়ীরা।

শহীদ মুক্তিযোদ্ধা বাজার কমিটির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, "সরকারি অনুমোদিত বাজার রেখে যেখানে-সেখানে পণ্য বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। অবৈধ বাজার থেকে সরকার কোনো রাজস্ব পায় না, উল্টো আমরা বৈধ ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ছি।"

মানববন্ধন ও অবরোধের ফলে মহাসড়কে যানজট সৃষ্টি হয়। পরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া ঘটনাস্থলে গিয়ে অবৈধ বাজার উচ্ছেদের আশ্বাস দিলে ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।