Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / হাতীবান্ধায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হাতীবান্ধায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

February 25, 2025 08:04:50 PM   উপজেলা প্রতিনিধি
হাতীবান্ধায় পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুরের পানিতে ডুবে মুসকান নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশুটি কেতকীবাড়ি এলাকার সোহেল রানা মেয়ে।

জানা গেছে, বাড়ির পাশের উঠানে খেলা করতে করতে মুসকান পুকুরের কাছে চলে যায়। একসময় পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তার লাশ ভাসতে দেখে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল হক জানান, পুকুরের পানিতে ডুবে মুসকানের মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।