
পাটগ্রাম সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময়, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬) শে মার্চ বিকেলে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি রোকনুজ্জামান সোহেলের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলার সহকারী কমিশনার (ভুমি) লোকমান হোসেন, হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহাবুবুল আলম প্রমুখ।
এ সময় প্রধান অতিথি বলেন, মুক্তিযোদ্ধারা জাতীর শ্রেষ্ঠ সন্তান। বর্তমান সরকার তাদের জন্য সকল সুযোগ সুবিধা দিচ্ছেন। আগামীতে আরও সুযোগ বৃদ্ধি করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো।