
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি আব্দুর রহিমের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে উপজেলার জালালের তেলপাম্প এলাকায় আলাউদ্দিন হোটেলের সামনে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাংবাদিক আব্দুর রহিমকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুন নামে একজনকে গ্রেফতার করেছে হাতীবান্ধা থানা পুলিশ।
জানা গেছে, সাংবাদিক আব্দুর রহিম গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার শিকার হয়েছিলেন। ওই ঘটনায় তিনি গত ৩ মার্চ থানায় মামলা করেন। মামলার অন্যতম আসামি ছিলেন সিন্দুর্না ইউনিয়ন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন খান।
অভিযোগ রয়েছে, ওই মামলার জের ধরে মোশারফ হোসেন খানের ছেলে ও আল-মদিনা ফার্মাসিটিক্যালসের স্থানীয় প্রতিনিধি মাহফুজুর রহমান খান বিপ্লবের নেতৃত্বে একটি সংঘবদ্ধ দল সাংবাদিক আব্দুর রহিমের ওপর হামলা চালায়।
একটি সূত্র বলছে, হামলার সময় কয়েকজন যুবদল ও ছাত্রদলের নেতাও বিপ্লবকে সহায়তা করেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা মোশারফ হোসেন খানের ছোট ছেলে মুনকে গ্রেফতার করেছে পুলিশ।
হাতীবান্ধা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন বলেন, "আমরা পুলিশকে অপরাধীদের গ্রেফতারের জন্য সময় দিয়েছি। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে আমরা আন্দোলনে নামবো।"
হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপন বলেন, "হামলায় যারা ইন্ধন দিয়েছেন, তাদেরও আইনের আওতায় আনতে হবে।"
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন-নবী বলেন, "সাংবাদিক আব্দুর রহিমের ওপর হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।"