Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / হাতীবান্ধায় ৭ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, যুবক আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হাতীবান্ধায় ৭ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, যুবক আটক

March 14, 2025 10:56:03 PM   অনলাইন ডেস্ক
হাতীবান্ধায় ৭ বছরের শিশু ধর্ষণের চেষ্টা, যুবক আটক

হাতীবান্ধা সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধায় ৭ বছরের এক শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে জহুরুল হক মোল্লা সাগর (২১) নামে এক যুবকে আটক করেছে পুলিশ। নির্যাতিত  শিশুটিকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকালে উপজেলার দোয়ানী পিত্তিফাটা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। আটককৃত জহুরুল হক মোল্লা সাগর বরিশাল জেলার আগৈল ঝাড়া উপজেলার আসকর গ্রামের হেলাল মোল্লার ছেলে।

জানা গেছে, জহুরুল হক সাগর একজন শ্রমিক। সাগর উপজেলার দোয়ানী পিত্তিফাটা এলাকায় বিদ্যুতের টাওয়ার নির্মানের কাজ করেন। বুধবার সন্ধ্যায় শিশুটিকে তার নিজ বাড়িতে একা পেয়ে জোর পূর্বক পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষনের চেষ্টা করেন। শিশুটির আত্নচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে জহুরুল হক মোল্লাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার বলেন, বাড়িতে একা পেয়ে জোর পূর্বক পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে শিশুটিকে ধর্ষনের চেষ্টা করেন সাগর। আমরা এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্মরত চিকিৎসক তানভির আহমেদ বলেন, ভুক্তভোগী শিশুটিকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুন-নবী বলেন, অভিযুক্ত সাগরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।