Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / হাব বৈষম্য বিরোধী গণতান্ত্রিক জোটের নির্বাচনী কার্যালয় উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হাব বৈষম্য বিরোধী গণতান্ত্রিক জোটের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

January 24, 2025 11:13:51 PM   স্টাফ রিপোর্টার
হাব বৈষম্য বিরোধী গণতান্ত্রিক জোটের নির্বাচনী কার্যালয় উদ্বোধন

এসএম জাহিদুল:
হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর নির্বাচন ২০২৫ উপলক্ষে ‘হাব বৈষম্য বিরোধী গণতান্ত্রিক জোট প্যানেল’-এর নির্বাচনী কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে সাংগ্রিলা ইন রেস্টুরেন্টের হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাব বৈষম্য বিরোধী গণতান্ত্রিক জোটের প্যানেল প্রধান ও হাবের সাবেক মহাসচিব এম এ রশিদ শাহ সম্রাট।

jahid2

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী হজ এজেন্সি মালিকদের আহ্বায়ক আখতারুজ্জামান, সদস্য সচিব মোহাম্মদ আলী, হাবের সাবেক ইসি সদস্য মোঃ নাজিম উদ্দিন, কারী গোলাম মোস্তফা, মোঃ খাদিম দুলাল এবং হাবের সাধারণ সদস্য মোঃ মোশারফ হোসেন। এছাড়াও সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাবের সাবেক মহাসচিব এম এ রশিদ শাহ সম্রাট বলেন, “যারা বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক দুর্নীতিবাজ ঘোষিত হয়েছে, তাদের নির্বাচন করার কোনো অধিকার নেই। আগামী নির্বাচনে বিজয়ী হতে পারলে হাবের প্রধান প্রধান সমস্যা সমাধানে কাজ করব। বিশেষ করে রোড টু মক্কা বন্ধের মতো বিষয়গুলো ইনশাআল্লাহ সমাধান করব।”

jahid3
 সবশেষে প্যানেলের সকল প্রার্থীদের এবং একটি সুন্দর হাব গঠনের জন্য দোয়া মোনাজাত করা হয়। পরে প্যানেলের অন্যান্য সদস্যদের নিয়ে ফিতা কেটে নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন জোটের প্রধান এম এ রশিদ শাহ সম্রাট।