Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / হেযবুত তওহীদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হেযবুত তওহীদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা

February 14, 2025 01:17:58 PM   দেশজুড়ে ডেস্ক
হেযবুত তওহীদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা

নারায়ণগঞ্জ সংবাদদাতা:
মানব সমাজে চলমান যুদ্ধ, রক্তপাত, হানাহানি, ধনীদের দ্বারা গরিবদের বঞ্চনা ও দুর্বলের ওপর সবলের অত্যাচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহাবুব আলম মাহফুজ। তিনি বলেন, “আমাদের সমাজ, পরিবার ও রাষ্ট্র সর্বপ্রকার অন্যায়ে পরিপূর্ণ। হেযবুত তওহীদ দীর্ঘ ৩০ বছর যাবত সমস্ত অন্যায়ের বিরুদ্ধে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছে।”

গত ১২ ফেব্রুয়ারি হেযবুত তওহীদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ অঞ্চলের উদ্যোগে নরসিংদীর মাধবদী গ্রীন হলিডে পার্কে আঞ্চলিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. গোলজার হোসাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহাবুব আলম মাহফুজ। এছাড়া উদ্বোধনী বক্তব্য প্রদান করেন হেযবুত তওহীদের নারায়ণগঞ্জ অঞ্চলের সভাপতি মো. আরিফ উদ্দিন। তিনি বলেন, “সত্য প্রতিষ্ঠার জন্য হেযবুত তওহীদের সদস্যরা জীবন ও সম্পদ উৎসর্গ করে সংগ্রামে রত। যারা এই পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তারা কখনোই ইসলামের অনুসারী হতে পারে না। তাদের বিকৃত মনোভাবের কারণে মানবজাতি মহাসত্য থেকে বঞ্চিত হচ্ছে। এখনই সময় ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রাসূল (সা.)-এর প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার।”

সভাপতির বক্তব্যে গোলজার হোসাইন বলেন, “আমরা হেযবুত তওহীদ দীর্ঘ ৩০ বছর ধরে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। মানুষের মুক্তির লক্ষ্যে ও শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা মাঠপর্যায়ে কাজ করছি।”

অনুষ্ঠানের প্রথম পর্বে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মেজবাউল হক, ঢাকা মহানগর উত্তরের সভাপতি শহিদুল ইসলাম (শহীদ), নারায়ণগঞ্জ অঞ্চলের নারী সম্পাদক মাহমুদা কফিল, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মো. সোহাগ মীর, ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি ইদ্রিস আলী, নরসিংদী সদর থানার সভাপতি মোকসেদ আলী, মাধবদী থানার সভাপতি আব্দুর রশিদ, শিবপুর থানার সভাপতি গাজী শাহীদুল হাসান আইয়ুবীসহ জেলার বিভিন্ন দায়িত্বশীল ও মোজাহেদগণ।

অনুষ্ঠানটি সার্বিকভাবে তত্ত্বাবধান করেন নারায়ণগঞ্জ অঞ্চলের সহকারী ফারুক মিয়া এবং সঞ্চালনা করেন নরসিংদী জেলা সদস্য জিন্নাত আক্তার।