
রায়হানুল ইসলাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় হেযবুত তওহীদ এর রাজশাহী বিভাগীয় ঈদ পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে পাঁচটায় রাজশাহী বিভাগীয় আমীর আশেক মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় সমন্বয়কারী নিজাম উদ্দীন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক মোতালেব খান ও অ্যাডভোকেট রাজু আহমেদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আমীর ও সদ্যপদোন্নতি প্রাপ্ত আঞ্চলিক আমীর আনিছুর রহমান সাকিব, রাজশাহী জেলা আমীর তোতা শেখ, জয়পুরহাট জেলা আমীর মাসুদ রানা চৌধুরী, সিরাজগঞ্জ জেলা আমীর জাহিদুল ইসলাম, পাবনা জেলা আমীর সেলিম শেখ প্রমুখ।
অনুষ্ঠানে সর্বাত্মক বালাগে অংশগ্রহণ করে সর্বাধিক পত্রিকা বিক্রি করায় প্রধান অতিথির হাত থেকে প্রথম পুরস্কার গ্রহণ করেন মোজাম্মেল হক, দ্বিতীয় পুরস্কার গ্রহণ করেন আব্দুর রাজ্জাক ও তৃতীয় পুরস্কার গ্রহণ করেন মোশাররফ হোসেন।
সদ্যপদোন্নতি প্রাপ্ত রাজশাহী বিভাগীয় আমীর আশেক মাহমুদ ও পদোন্নতি আঞ্চলিক আমীর আনিছুর রহমান সাকিব অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী নিজাম উদ্দীন ফুল দিয়ে তাদের বরণ ও পরিচয় করিয়ে দেন।