Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / হেযবুত তওহীদের সদস্য আবু বকর সিদ্দিকের ইন্তেকাল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হেযবুত তওহীদের সদস্য আবু বকর সিদ্দিকের ইন্তেকাল

July 28, 2023 10:44:19 AM   নিজস্ব প্রতিবেদক
হেযবুত তওহীদের সদস্য আবু বকর সিদ্দিকের ইন্তেকাল

হেযবুত তওহীদের যাত্রাবাড়ী শাখার মোজাহেদ আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন। গত ২৬ জুলাই ২০২৩, বুধবার রাত ১১টার দিকে তিনি ইন্তেকাল করেন। এদিন এশার সালাহর সময় সেজদায় গিয়ে আর উঠেন নি হেযবুত তওহীদের নিবেদিত প্রাণ এই সদস্য। তার পর্দাগ্রহণে হেযবুত তওহীদের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমেছে।

এদিকে আবু বকর সিদ্দিকের পর্দাগ্রহণে শোক প্রকাশ করেছেন হেযবুত তওহীদের এমাম জনাব হোসাইন মোহম্মদ সেলিম। বুধবার রাতে তিনি নিবেদিত প্রাণ এই সদস্যের পর্দা গ্রহণের পর তিনি শোক প্রকাশ করেন। এছাড়াও তার অন্তর্ধানে হেযবুত তওহীদের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জানা যায়, আবু বকর সিদ্দিকের গ্রামের বাড়ি লালমনিরহাটে। তার পিতার নাম খরিশ চন্দ্র সেন। তিনি দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী থানার শনির আখড়ার মাতুয়াইল এলাকায় বসবাস করে আসছিলেন। ২০০৯ সালে সনাতন ধর্মাবলম্বী থাকা অবস্থায় হেযবুত তওহীদের সাথে যোগদান করেন এবং নিজের ইচ্ছানুযায়ী নাম পরিবর্তন করে আবু বকর সিদ্দিক নাম ধারণ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। ইন্তেকালের পরদিন বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মাতুয়াইল কবর স্থান জামে মসজিদ এর সামনে জানাজা হয় এবং মাতুয়াইল কবরস্থানে তাকে দাফন করা হয়। তার পূর্ব ইচ্ছানুযায়ী হেযবুত তওহীদের সদস্যগণ তার জানাজা ও দাফন কার্য সম্পাদন করে।