
হরিণাকুন্ডু সংবাদদাতা, ঝিনাইদহ:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে বিদেশী পিস্তল ও গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পার্বতীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত আবু সাঈদ (৩৩) হরিণাকুণ্ডু উপজেলার পারদখলপুর গ্রামের সানোয়ার হোসেন ওরফে সনুর ছেলে। এসময় তার কাছ থেকে জব্দ করা হয়েছে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা গুলি, ২টি মোবাইল, ৪টি সিমকার্ড ও নগদ টাকা।
আটককৃত আসামীর বিরুদ্ধে র্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে মামলা দায়ের করে হরিণাকুন্ডু থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৬, (সিপিসি- ২) ঝিনাইদহ র্যাব ক্যাম্প কমান্ডার জানান, গোপন সংবাদের মাধ্যমে হরিণাকুণ্ডু উপজেলা এলাকায় কতিপয় এক ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। দুপুর ১টার দিকে র্যাব সদস্যরা পার্বতীপুর বাজারে অভিযান চালিয়ে সন্ত্রাসী আবু সাঈদকে আটক করে। সেসময় তার কাছ থেকে উদ্ধার হয় পিস্তল,ম্যাগাজিন,গুলি ও নগদ টাকা।
র্যাব আরো জানান,সে পেশায় একজন শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে আইন বিরোধী কাজ করে আসছিল।