Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / হরিণাকুণ্ডুতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হরিণাকুণ্ডুতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত

August 11, 2022 03:19:30 AM  
হরিণাকুণ্ডুতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত

হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) সংবাদদাতা:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলাতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এঁর স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯২ তম জন্মবার্ষিকী পালন করলো উপজেলা প্রশাসন।

সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সভাপতিত্বে, মহিলা বিষয়ক কর্মকর্তা মূন্সী ফিরোজা সুলতানা এর সঞ্চালনায় স্মৃতিচারণ মূলক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার(ভূমি) তানভীর হোসেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম, সরকারী লালন শাহ্ কলেজের সহকারী অধ্যাপক শিরিন আহম্মেদ।

এছাড়াও আলোচনায় অংশ নেন ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, জাহিদুল ইসলাম বাবু মিয়া,মুনজুর রাশেদ,শরাফত দৌলা ঝন্টু, বসির উদ্দীন, উপজেলা শিক্ষা অফিসার এসএম আব্দুর রহমান,উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ময়নদ্দীন আহমেদ, সাংবাদিক এম সাইফুজ্জামান।

এসময় মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ উজ্জল কুমার কুন্ডু,উপজেলা প্রোগ্রামার ওয়াসিকুর রহমান,তথ্য আপা শামিমা সুলতানা,উপজেলা নির্বাচন কর্মকর্তা নূর উল্লাহ,হিসাব রক্ষণ কর্মকর্তা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুল হক টিটু শিশুকলী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,রাজনৈতিক ব্যক্তিবর্গ,পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু বিস্বনাথ সাধুখা সহ অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনার পূর্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গমাতার প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করা হয়, এসময় ইউএনও সুস্মিতা সাহা এর নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন এর নেতৃত্বে  উপজেলা পরিষদ, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে হরিণাকুণ্ডু থানা,পৌর প্যানেল মেয়র সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা কর্মচারিরা পুষ্প্যমাল্য অর্পণ করেন।