Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরীর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরীর মৃত্যু

August 06, 2022 06:38:53 AM  
হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরীর মৃত্যু

হরিণাকুণ্ডু সংবাদদাতা, ঝিনাইদহ:
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে বৈশাখী খাতুন (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টায় উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। বৈশাখী একই গ্রামের বাবলু মালিতার মেয়ে। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, বিদ্যুৎস্পৃষ্টে রক্তশূন্য হয়ে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে। স্বজনরা জানায়, দুপুরে নিজ ঘরে বৈদ্যুতিক সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।

হরিণাকুণ্ডু থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান ।