
শৈলকূপা সংবাদদাতা, ঝিনাইদহ:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুবদলের সমাবেশ সোমবার (২৫ জুলাই) বিকালে রিশখালী স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অবরুদ্ধ গণতন্ত্র ও গণতন্ত্রের মা আপোষহীন নেত্রী, বিএনপির চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে যুবদলের এই কর্মী সভা, দাবী যুবদলের নেতা কর্মীদের।
৪নং দৌলতপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে, উপজেলা যুবদলের সদস্য সচিব হেকমত আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হরিনাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন মাস্টার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা বি এন পি সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, সিনিয়র সহ সভাপতি মোঃ আনিছুর রহমান,যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন,উপজেলা সেচ্চা সেবক দলের সদস্য সচিব মোঃ খাইরুল ইসলাম সহ আরও অনেকেই।
এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল আলম,সাধারণ সম্পাদক ইখলাস উদ্দীন, যুবনেতা সাইদুর রহমান বিটু, নাজমুল হুদা রিপন, ইব্রাহিম বিশ্বাস, আরিফুল ইসলাম, ইমামুল হক শান্তসহ স্থানীয় নেত্রীবৃন্দ উপস্থিতি ছিলেন।