
হরিণাকুণ্ডু প্রতিনিধি:
ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে বিদ্যুৎস্পৃষ্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে এক পরিবারের বাড়িঘর পুরে ছাঁই হওয়ায় বিপাকে পড়েছে পরিবারটি।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার ৭নং রঘুনাথপুর ইউনিয়ন এর চরআড়ুয়াকান্দি গ্রামের বাসিন্দা মো. উজ্জ্বল মণ্ডল তার নিজ বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়।
এসময় ভয়াবহ অগ্নিকাণ্ডে তার একমাত্র বসবাস করবার বাড়িটি এবং প্রয়োজনীয় আসবাবপত্র, কাগজপত্র, নগদ অর্থ, স্বর্ণ অলংকার, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী এবং পরিধেয় বস্ত্র সামগ্রী নষ্ট হয়ে যায়। এ অবস্থায় মো. উজ্জ্বল মণ্ডল স্বপরিবারে সর্বস্ব হারিয়ে অত্যন্ত মানবেতর জীবন-যাপন করছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।