Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / হিলিতে ট্রেনে কাটা পড়ে রেলওয়ের বুকিং সহকারি নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হিলিতে ট্রেনে কাটা পড়ে রেলওয়ের বুকিং সহকারি নিহত

August 20, 2023 07:30:11 PM   স্পোর্টস ডেস্ক
হিলিতে ট্রেনে কাটা পড়ে রেলওয়ের বুকিং সহকারি নিহত

হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে ট্রেনে কাটা পড়ে রেলওয়ের বুকিং সহকারি নয়ন মিয়া ( ৩৩) নিহত হয়েছেন। তিনি হিলি রেলস্টেশনে বুকিং সহকারি হিসেবে কর্মরত ছিলেন ও হিলির গোবিন্দপুর গ্রামের তোরাব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম। তিনি বলেন, বুকিং সহকারি ডিউটি শেষে রেললাইন দিয়ে পাশের স্টেশন ডাঙ্গাপাড়ায় নিজ বাড়িতে যাবার সময় ডাঙ্গাাড়া রেলস্টেশনের কাছে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।