
হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে সাইফুল ইসলাম (৪৫) নামের এক যুবকের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার আলীহাট ইউনিয়নের ইটাই বাওনা এলাকার এই ঘটনাটি ঘটে। সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত আফাজ উদ্দিন ছেলে।
পরিবার সদস্যরা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান বলেন, সোমবার ( ৮ মে) রাতে সাইফুল ইসলাম খাওয়া দাওয়া করে প্রতিদিনের মতো বাড়িতে নিজ কক্ষে শুয়ে পরের দিন সকালে পাশের একটি নির্মানাধীন আলী হাসের বাড়িতে তার গলায় ফাঁস দেওয়া মৃতদেহ পাওযা যায়।
হাকিমপুর থানা অফিসার আবু সায়েম বলেন, মঙ্গলবার সকালে খবর পেয়ে ইটাই বাওনা গ্রামে যাই । এসময় সাইফুল ইলামের মৃতদেহ চকিতে শোয়ানো অবস্থায় পাই।
এটি হত্যা না আত্মহত্যা এই বিষয়টা নিশ্চিত করতে তা নিশ্চিত নয়। সাইফুলের মৃতদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। কিন্তু প্রাথমিকভাবে তার গলায় ফাঁস দেওয়ার চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।