Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / হোসেনপুর-চরটেকী-পাকুন্দিয়া সড়ক পাকা না হওয়ায় জনদুর্ভোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হোসেনপুর-চরটেকী-পাকুন্দিয়া সড়ক পাকা না হওয়ায় জনদুর্ভোগ

February 08, 2023 03:34:55 AM   দেশজুড়ে ডেস্ক
হোসেনপুর-চরটেকী-পাকুন্দিয়া সড়ক পাকা না হওয়ায় জনদুর্ভোগ

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের হোসেনপুর-চরটেকী-পাকুন্দিয়া উপজেলায় যাতায়াতের গুরুত্বপূর্ণ আঞ্চলিক এ সড়কটি দীর্ঘদিনেও পাকাকরণ না হওয়ায় স্থানীয় চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজ ও চরটেকী উচ্চ বিদ্যালয়ের এক হাজারেরও বেশি শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও পথচারীরা চরম দুর্ভোগ নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন। তাই ভুক্তভোগীরা ওই সড়কটি পাকাকরণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জরুরি প্রতিকার দাবি করেছেন।

সরেজমিনে স্থানীয় চরটেকী গার্লস স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, সাবেক ইউপি সদস্য মানিক মিয়া, সমাজসেবক সুলতান মাষ্টার, গণমাধ্যম কর্মী মো. রাসেল মিয়াসহ অনেকেই জানান, হোসেনপুর-পাকুন্দিয়া-ঢাকা সড়কে চলাচলকারী ‘তারাকান্দি বাজার হতে মিরুককান্দি’ বাজারে যাতায়াতের রাস্তাটি খুবই বেহাল। বিশেষ করে স্থানীয় ঐতিহ্যবাহী মনারবাড়ি হতে প্রিন্সিপাল জসীম উদ্দীনের বাড়ির পাশ দিয়ে চলাচলকারী চারটেকী গার্লস স্কুল এন্ড কলেজ ও চরটেকী উচ্চবিদ্যালয়ের পার্শ্ববর্তী গন্ধীবাড়ি’ পর্যন্ত প্রায় ০৬ কি:মি: গ্রামীণ রাস্তাটি পাকাকরণ না হওয়ায় জনদুর্ভোগ বাড়ছে। রাস্তাটির বেহাল দশার কারণে যানবাহন ও পথচারী চলাচলে প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা। বিশেষ করে বর্ষা মৌসুমে ওই রাস্তাটি কাদা-পানিতে সয়লাব হয়ে পড়ে এবং বড় বড় গর্তের সৃষ্টি হয়। ফলে প্রায়ই রিকশা, অটোরিকশা ও ভটভটি উল্টে দুর্ঘটনায় আহত হয়েছেন অনেকেই। তাই এলাকাবাসী দীর্ঘদিন ধরে ওই গুরুত্বপূর্ণ রাস্তাটি পাকাকরণের জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট জোর দাবি জানিয়ে আসলেও অজ্ঞাত কারণে তা বাস্তবায়ন হচ্ছেনা।

ফলে অনেকই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, বিভিন্ন সময়ে নির্বাচনের আগে অনেকেই ওই রাস্তাটি পাকাকরণের আশ্বাস দিলেও নির্বাচনে পাস করার পরে তারা ওই রাস্তাটির কথা বেমালুম ভুলে যায়। তাই বর্তমানে রাস্তাটি ছোট-বড় গর্তে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। তাই বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই রাস্তাটি পাকা করনের জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ ব্যাপারে পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সবসময়ই ভৌত অবকাঠামোর পাশাপাশি রাস্তাঘাট উন্নয়নে বেশি নজর দিয়েছেন। তাই স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ অধিবাসীদের দুর্ভোগ লাঘবে তিনি যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলে খুব শীঘ্রই জন গুরুত্বপূর্ণ ওই রাস্তাটি পাকাকরণে কার্যকরী উদ্যোগ গ্রহণ করবেন বলে আশ্বাস দেন।