
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে 'বন্ধু সমাজ কল্যাণ সংস্থা'র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে উপজেলার নিরাহারগাতী গ্রামে ৫০ জন নারী ও পুরুষের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মো. আবু সাঈদ মাহমুদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও সিনিয়র সহ-সভাপতি মো. খায়রুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন আড়াইবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোহসীন সিরাজী, সমাজসেবক রফিকুল ইসলাম আসাদ, ইউপি সদস্য সাদ্দাম হোসেন, সমাজসেবক হেলাল উদ্দীন ও আবুল মিয়া প্রমুখ।
২০১৯ সালে প্রতিষ্ঠিত 'বন্ধু সমাজ কল্যাণ সংস্থা' সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে। বিভিন্ন সময় তারা দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরণসহ নানান সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।