Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / হোসেনপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হোসেনপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

March 15, 2025 03:19:02 PM   উপজেলা প্রতিনিধি
হোসেনপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে শনিবার (১৫ মার্চ)  সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে কমপ্লেক্স চত্ত্বরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।

জানা যায়, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ১৪৪ টি ক্যাম্প এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি ক্যাম্প স্থাপন করে ৬ থেকে ১১মাস বয়সী ৩ হাজার ৬৫০ জন শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৯ হাজার ১১০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। অভিভাবকরা নির্ধারিত বয়সের  শিশুদেরকে ক্যাম্পে নিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।