
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
হোসেনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) সকালে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন হোসেনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাড. মাজহারুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, আবু বাক্কার সিদ্দিক, সাহেদল ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম, সাবেক ছাত্রনেতা ও হোসেনপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এ.কে.এম মিজানুল হক সহ সংশ্লিষ্টরা।