
হোসেনপুর সংবাদদাতা:
কিশোরগঞ্জের হোসেনপুর পৌর এলাকায় যানজট নিরসনে নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছে পৌর প্রশাসন।
নতুন নিয়ম অনুযায়ী, কিশোরগঞ্জ সড়ক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশা হাসপাতাল মোড় পার হয়ে বাজারের ভেতরে প্রবেশ করতে পারবে না। পাকুন্দিয়া সড়ক থেকে আসা অটোরিকশা মোরগমহল বা হাসপাতাল মোড়ের পরে যেতে পারবে না। উত্তর দিক থেকে আগত অটোরিকশাগুলো পৌরসভা কার্যালয়ের সামনে থামবে। তবে মালবাহী অটোরিকশাগুলো বাজারের ভেতরে প্রবেশ করতে পারবে। ছোট রিকশাগুলো চলাচল করতে পারবে, তবে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকতে পারবে না।
এছাড়া, মালবাহী ট্রাকগুলো দিনের বেলায় বাজারে প্রবেশ করতে পারবে না। রাত ৮টা থেকে সকাল ৬টার মধ্যে মালামাল ওঠানো-নামানোর কাজ সম্পন্ন করতে হবে।
যানবাহন নিয়ন্ত্রণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা, পৌর প্রশাসক ফরিদ আল সোহান, সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পৌর নির্বাহী কর্মকর্তা এ কে এম হাবিবুল্লাহ এবং পৌর প্রকৌশলী শেখ ফরিদ।
পৌর প্রশাসন যানজট নিরসনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।