Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

February 18, 2025 05:40:48 PM   দেশজুড়ে ডেস্ক
হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীর মৃত্যু

হোসেনপুর সংবাদদাতা:
কিশোরগঞ্জের হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় নুহা আক্তার (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলার গোবিন্দপুর চৌরাস্তার পূর্ব পাশে প্রাপ্তি আইডিয়াল স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুহা আক্তার দক্ষিণ গোবিন্দপুর গ্রামের নজরুল ইসলামের মেয়ে ও প্রাপ্তি আইডিয়াল স্কুলের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুহা আক্তার স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।