Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / হেযবুত তওহীদ সদস্য সুজন হত্যার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হেযবুত তওহীদ সদস্য সুজন হত্যার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

August 26, 2022 04:57:37 AM  
হেযবুত তওহীদ সদস্য সুজন হত্যার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন ও বিক্ষোভ

বগুড়া সংবাদদাতা:
হেযবুত তওহীদের পাবনা জেলা কার্যালয়ে হামলা হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং এরসাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বগুড়া জেলা হেযবুত তওহীদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সারে ১১ টার দিকে বগুড়ার ঐতিহাসিক সাতমাথা চত্বরে ঘন্টাব্যাপী বিশাল এক মানববন্ধন শেষে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় উপ-কমটিরি তথ্য প্রযুক্তি ও অনলাইন প্রচার সম্পাদক সালজার রহমান সাবু।

সংগঠনের বগুড়া জেলা সভাপতি হাকীম ছামিউল ইসলাম রনির সভাপতিত্বে এবং সাধারণ-সম্পাদক রায়হানুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হারুনূর রশিদ সরদার, মাসুদ রানা চৌধুরী, লুৎফর রহমান, আবুল কালাম আজাদ, শাজাহান আলী, ডা: শরিফুল আলম টিপু জামাল উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তাগণ বলেন, ধর্ম এসেছে মানবতার কল্যাণে। আজ ধর্মের ধারক বাহক সেজে ধর্মব্যবসায়ী গোষ্ঠী সাধারণ জনগণকে ধোকা দিয়ে এই পবিত্র ধর্মকে ব্যবহার করছ নিজেদের কল্যাণে। আল্লাহ ও তার রাসূলের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ধর্মব্যসায়ীর একদল ধর্মকে রুটি রুজির মাধ্যম হিসেবে ব্যবহার করছে। আরেকদল ধর্মকে রাজনৈতিক স্বার্থে ক্ষমতায় উঠার সিড়ি হিসেবে ব্যবহার করছে। হেযবুত তওহীদ প্রতিষ্ঠা লগ্ন থেকে কোরআন হাদিস ও ইতিহাসের আলোকে এই মহাসত্য গুলো বিভিন্ন প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়া, প্রকাশনা, হ্যাণ্ডবিল ও সভা-সমাবেশের মাধ্যমে দীর্ঘ ২৭ বছর যাবৎ রাষ্ট্রের আইন মান্য করে নি:স্বার্থ ভাবে দেশ এবং জাতির কল্যাণে প্রচার করে যাচ্ছে। এতে ধর্মব্যবসায়ীদের কায়েম করে রাখা ধর্ম বাণিজ্যে আঘাত লাগায় তারা হেযবুত তওহীদ যা বলেনা এবং যা করেনা এগুলো সাধারণ জনগণের মাঝে বিভিন্ন ভাবে অপপ্রচার করে ধর্মভীরু জনসাধারণকে উত্তেজিত করে আসছে। হেযবুত তওহীদকে আদর্শিক ভাবে মোকাবেলা করতে না পেয়ে, মিথ্যা অপপ্রচারে সফল হয়ে ধর্মব্যবসায়ীরা ধর্মান্ধ কিছু উগ্রবাদী জনতাকে সাথে নিয়ে সংগঠনটির নেতা-কর্মীদের উপর একাধিক বার হামলা চালিয়েছে। হামলায় এযাবৎ বেশ কয়েক জন ইন্তেকাল করেন এবং অনেকে গুরুতর আহত ও বিকলাঙ্গ হয়েছে।

বক্তারা আরও বলেন, এই ধারাবাহিকতায়, হেযবুত তওহীদের পাবনা শহরের ৮নং ওয়ার্ডে অবস্থিত জেলা কার্যালয়ের ভিতর ১৫-১৬ জন নেতা-কর্মী সংগঠনের দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করছিলেন। এমন সময় 'হেযবুত তওহীদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, খ্রিস্টানদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে' এই শ্লোগান দিতে দিতে অতর্কিত ভাবে হামলা চালায় একদল চিহ্নিত সশস্ত্র সন্ত্রাসী। সন্ত্রাসীদের ব্যবহৃত কিরিচ, হাশুয়া, রামদা, চাপাতি এবং দেশীয় অস্ত্রের আঘাতে অন্তত ১০ জন গুরুতর আহত এবং ১ জন শহীদ হয়।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বক্তাগণ আরও বলেন, এই সন্ত্রাসীদের গডফাদার ধর্মব্যবসায়ী গোষ্ঠীর মিথ্যা অপপ্রচারে বগুড়াতের  হেযবুত তওহীদের নেতা-কর্মীকে বিভিন্ন ভাবে হুমকি দেয়া হচ্ছে। তাই সংগঠনের নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বগুড়ার প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন হেযবুত তওহীদের জেলা নেতৃবৃন্দ।