Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / হেশপুরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে রপ্তানি, ঝুঁকিতে পরিবেশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হেশপুরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে রপ্তানি, ঝুঁকিতে পরিবেশ

August 18, 2022 05:00:09 AM  
হেশপুরে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে রপ্তানি, ঝুঁকিতে পরিবেশ

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুর উপজেলার পাথরা গ্রামে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে রপ্তানি করা হচ্ছে ঢাকায়। ফলে ঝুঁকির মধ্যে রয়েছে পরিবেশ।

সরেজমিনে দেখা যায়, মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের পাথরা গ্রামের মৃত ওমর আলীর ছেলে আলাউদ্দিন বাড়ির পাশে ৪টি পাজা তৈরি করে কাঠ ব্যবসায়ীদের কাছ থেকে কাঠ ক্রয় করে পাজায় পুড়িয়ে বিভিন্ন কায়দায় কয়লা তৈরি করছে। এ কয়লা রিফাইন করে বস্তায় ভরে ট্রাকে করে ঢাকায় রপ্তানি করা হচ্ছে।

স্থানীয় প্রভাবশালী লোকজন এই কয়লা কারখানার আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। এলাকায় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানায়,কয়েকমাস ধরে এই কয়লা কারখানা চালু রয়েছে। এখান থেকে কয়লা ঢাকায় পাঠানো হচ্ছে। ঘটনাস্থলে কয়লা কারখানার মালিক আলাউদ্দিনকে পাওয়া যায়নি। মোবাইলে যোগাযোগ করলেও বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে ঝিনাইদহ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্রীরুপ মজুমদার জানান, ঘটনার সত্যতা তারা পেয়েছে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, বিষয়টি তারা জানতে পেরেছে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।