Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

March 21, 2024 12:34:33 PM   নিজস্ব প্রতিনিধি
১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

১১ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস ১১ অঞ্চলে


রাজধানী ঢাকাসহ দুপুরের মধ্যে দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২১ মার্চ) ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গতকাল বুধবার (২০ মার্চ) রাতে দেয়া আবহাওয়ার সবশেষ বিজ্ঞপ্তিতে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেয়া হয়েছে।